দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় চলন্ত বৈদ্যুতিক সিলিংফ্যান খুলে মাথায় পড়ে মমতাজ খাতুন (২৪) নামের এক গৃহবধূ আহত হয়েছেন। তিনি জুড়ানপুর বাজারপাড়ার সৌদি প্রবাসী আব্দুস সালামের স্ত্রী। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর বাজারপাড়ার সৌদি প্রবাসী আ. সালামের স্ত্রী মমতাজ খাতুন একমাত্র ছেলে রিফাতকে নিয়ে (৭) গত বুধবার রাতে নিজ ঘরের খাটে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুত আসার সাথে সাথে বাংলাদেশ-ভারতের মধ্যকার ক্রিকেট খেলা দেখার জন্য শিশু রিফাত খাট থেকে নেমে পাশের ঘরে যাওয়ার পরপরই ওই ঘরের চলন্ত সিলিংফ্যান বডিসহ খুলে খাটের ওপর পড়ে। দুর্ঘটনার হাত থেকে শিশু রিফাত অল্পের জন্য রক্ষা পেলেও খাটের ওপর ঘুমিয়ে থাকা তার মা মমতাজ মারাত্মকভাবে আহত হন। তার মাথার বেশ কিছু অংশ কেটে রক্তক্ষরণ হতে থাকে। তাকে রাতেই স্থানীয় পল্লি চিকিৎসক নওশাদুল ইসলামের কাছে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।