আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া এলাকায় দিনের বেলায় দুটি বিদ্যুত সঞ্চালন লাইন চালু রাখা হলেও প্রতিদিন সন্ধ্যার পর একটিতে বিদ্যুত সরবরাহ বন্ধ রাখায় সংশ্লিষ্ট গ্রাহক সাধারণের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। তাদের অভিযোগ, একাংশ লাইনের বিদ্যুত গ্রাহকরা সুবিধা ভোগ করলেও অপর সংযোগ বিচ্ছিন্ন থাকায় গ্রাহকরা বিদ্যুতসেবা থেকে বঞ্চিত হওয়া মানে গ্রাহকদের সাথে বৈষম্যমূলক আচরণ করা।
বঞ্চিত বিদ্যুত গ্রাহকগণ বলেছেন, দীর্ঘদিন যাবত ফেজ কাটা সমস্যা। লাইনে ত্রুটি লেগেই আছে। লাইনম্যানদের ক্রটি দেখার সময় নেই। অফিসে ফোন দিয়ে সমস্যার কথা জানাতে গেলে অধিকাংশ সময় ফোন বন্ধ থাকে। পাওয়া গেলেও কর্তারা কর্ণপাত করেন না। রাতভর থাকতে হয় অন্ধকারে। দায়িত্ব কর্তব্যে অবহেলার অভিযোগ তুলে কয়েকজন গ্রাহক বলেন, সংশ্লিষ্ট বিভাগের লাইনম্যানরা অর্থ যেখানে দিনরাত কর্মব্যস্ত সেখানে। অর্থ নেই, লাইনম্যানদের ব্যস্ততা নেই। সকাল হলে লাইনম্যানরা মিল মালিকদের নিকট সুবিধা নিয়ে ত্রুটিপূর্ণ লাইন মেরামতে ব্যস্ত হয়ে পড়েন। দিনের বেলায় ঠিকঠাক। রাতের বেলায় ফের ফেজ কাটা সমস্যা। বিদ্যুত গ্রাহক মৌলভী আফাজ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, হায়রে বিদ্যুত বিভাগ। যেন দেখার কেউ নেই।