দামুড়হুদায় একটি বাড়ি একটি খামার প্রকল্প ব্যবস্থাপনা ও আয়বর্ধক বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় একটি বাড়ি একটি খামার প্রকল্প ব্যবস্থাপনা ও আয়বর্ধক কর্মকাণ্ড সৃজন শীর্ষক দু দিনব্যাপি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে ওই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পল্লি উন্নয়ন অফিসার সৈয়দ আলী, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী তানভীর আহম্মেদ রুবেল, ফিল্ড সুপারভাইজার আশরাফুল হক, ফিরোজুল হক, কম্পিউটার অপারেটর মাহবুব রহমান, মাঠ সহকারী জামিরুল ইসলাম, আতিয়ার রহমান, শেখ মামুনুর রহমান, খাইরুল ইসলাম, আরিফুল ইসলাম, শ্যামল কুমার, নাসরিন সুলতানা প্রমুখ। সমিতির ম্যানেজার, সভাপতিসহ ৫০ জন উপকারভোগী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এর আগে শ্রেষ্ঠ ম্যানেজার, সভাপতি ও শ্রেষ্ঠ উপকারভোগীর হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসারের নাজির হামিদুল ইসলাম।