মাথাভাঙ্গা মনিটর: অভিনেতা শহীদ কাপুরের (৩৪) বিয়েতে উপস্থিত থাকবেন তার তিন মা। শহীদের মা নীলিমা আজিম তো থাকছেনই, তাছাড়াও বিয়েতে থাকছেন শহীদের বাবার বর্তমান স্ত্রী সুপ্রিয়া পাঠক, নীলিমার প্রাক্তন স্বামী রাজেশ খাত্তার ও তার বর্তমান স্ত্রী বন্দনা সাজনানি আশীর্বাদ করতে আসবেন বিয়েতে। নীলিমার মতোই সুপ্রিয়া আর বন্দনা নিজের ছেলে মনে করেন শহীদকে। তাই শহীদ কাপুরও সবাইকে মা বলে ডাকেন। তাদের মধ্যে সুপ্রিয়াই বিয়ের সব কাজ ভালোভাবে দেখাশোনা করছেন। বিয়েতে শহীদের সৎভাই ইশানও (নীলিমার ছেলে) থাকবেন। দু ভাইয়ের সম্পর্কটা বন্ধুর মতো। অন্যদিকে ছোটবেলা থেকেই শহীদকে কোলেপিঠে রেখেছিলেন রাজেশ। তিনিও আসবেন বিয়েতে। আগামী ১০ জুলাই দিল্লির মেয়ে মীরা রাজপুতের সাথে সাতপাকে বাঁধা পড়বেন শহীদ।