ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে সোহাগ আলী (২০) নামে কলেজ পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে বড় ঘিঘাটি গ্রামের আসলাম হোসেনের ছেলে ও মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, সোহাগ মেধাবী ছাত্র ছিলো। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলো। পড়াশোনা নিয়ে সব সময় মগ্ন থাকায় মানসিক সমস্যা দেখা দেয়। গতকাল সোমবার সকালে সে বাড়ি থেকে বের হয়ে কালীগঞ্জ একতারপুর মাঠে রেল লাইনের ওপর বসে ছিলো। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে সে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, ট্রেনে কাটা পড়ে কেউ মারা যাবার কোনো ঘটনা তার জানা নেই।