ঝিনাইদহে পাওনা টাকার দাবিতে ঠিকাদারদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের কাছে পাওনা প্রায় ৯ কোটি টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঠিকাদাররা। গত রোববার সকাল সাড়ে ১১টার দিকে সড়ক ভবন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ঠিকাদাররা। এরপর মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ঠিকাদাররা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় তালাবদ্ধ করে দিয়ে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় বক্তৃতা করেন জেলা সড়ক ও জনপথ ঠিকাদার সমিতির সভাপতি অশোক ধর, সদস্য সচিব কাজী কামাল আহম্মেদ বাবু, আব্দুল হাকিম, সরোয়ার জাহান বাদশা, বাবুল আহম্মেদ প্রমুখ।

এ সময় ঠিকাদাররা বলেন, সড়ক ও জনপথ বিভাগের কাছে গত ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থ বছরের ঠিকাদারদের প্রায় ৯ কোটি টাকা পাওনা রয়েছে। কর্তৃপক্ষকে বার বার তাগাদা দেয়া সত্বেও টাকা পরিশোধ করছে না। এ টাকা পরিশোধ না করা পর্যন্ত বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। অবশ্য এক ঘন্টাপর দুপুর দেড়টার দিকে ঠিকাদাররা অবস্থান কর্মসূচি তুলে নেয়।