প্রয়াত ইউপি চেয়ারম্যান নূর আলীর আজ ১০ম মৃত্যুবার্ষিকী

 

স্টাফ রিপোর্টার: আজ ২২ জুন। চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়নের পর পর কয়েক দফা নির্বাচিত প্রয়াত নূর আলীর দশম মৃত্যুবার্ষিকী। ২০০৫ সালের আজকের সন্ধ্যায় ডিঙ্গেদহস্থ বাসভবন সংলগ্ন কার্যালয়ে তাঁর বুকে ব্রাশফায়ার চালিয়ে খুন করে একদল অস্ত্রধারী। একই সাথে খুন হন জালশুকার স্কুলশিক্ষক জিল্লুর রহমান। তিনি চেয়ারম্যান নূর আলীর হাতে গড়া বিদ্যালয়েরই শিক্ষক ছিলেন।

শঙ্করচন্দ্রের কৃতীসন্তান ছিলেন তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে পর পর কয়েক মেয়াদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি তার জনপ্রিয়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুক্ত থাকলেও তিনি ছিলেন এলাকাবাসীর দরদি নেতা। তাকে খুন করা হলে জেলাজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। প্রয়াত চেয়ারম্যান নূর আলীর মৃত্যুবার্ষিকীতে তার পরিবারের সদস্যরা যেমন তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেছেন, তেমনই মাথাভাঙ্গা পরিবারও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন। দৈনিক মাথাভাঙ্গার অগ্রযাত্রায় তার অবদান অনস্বীকার্য।