খবর:(মুম্বাইয়ে চোলাই পানে মৃতের সংখ্যা বেড়ে ৭৪)
দাদারা সব মাল খেয়েছেন খুব
মালের ভেতর দিলেন সাঁতার ডুব
নেশার ঘোরে হলেন ঢুলু ঢুলু
আর খেয়ো না আর খেয়ো না চুলু।
চতুর দাদা ফতুর ফতুর সব
ঠাণ্ডা দেহ নেই তো কলরব
কী হয়েছে কী হয়েছে দাদা
লজ্জা কিসের বলতে কেন বাধা?
ও ছি: ছি: জাত গিয়েছে মারা
তোদের সাথে আর গেল না পারা
টেনশন নেই টাক ডুমা ডুম ডুম
এবার তবে আরামে দাও ঘুম!
-আহাদ আলী মোল্লা