স্টাফ রিপোর্টার: আনুমানিক ৮-৯ বছরের এক পথ হারানো শিশুপুত্রকে চুয়াডাঙ্গার রাস্তা থেকে উদ্ধার করে থানায় দেয়া হয়েছে। শিশু নিজের নাম বলেছে আসিফ, পিতা উজ্জল। বাড়ি কমপুর নাকি রংপুর বোঝাতে চেয়েছে তা স্পষ্ট নয়। মাঝে মাঝে মস্তিষ্ক বিকৃতের মতো আচরণ করছে। সে তার মায়ের কাছে মার খেয়ে ট্রেনযোগে এখানে চলে এসেছে বলে জানালেও তার আচরণে ও কথাবার্তায় সহ্য ফুটে উঠছে। পুলিশ শিশুকে নিয়ে বিপাকে রয়েছে।
পথ হারানো এক শিশু এখন চুয়াডাঙ্গা সদর থানায়
![](https://old.mathabhanga.com/wp-content/uploads/2015/06/DSC092661.jpg)