টাইগারদের সামনে আজ সিরিজ জয়ের হাতছানি

স্টাফ রিপোর্টার: টাইগারদের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। যে ভারতের বিপক্ষে কিছুদিন আগেও ম্যাচ জেতার স্বপ্ন দেখতো টাইগার সমর্থকরা, সেই ভারতের বিপক্ষেই সমর্থকদেরকে এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের তরুণ খেলোয়াড়রা।

আর তাই তো আজ রোববার মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরাসিংহে। তিনি বলেন, আমরা বলছি না যে, ভারতের বিপক্ষে আমরাই ফেভারিট। তবে আমরা যদি সেরাটা দিতে পারি তাহলে অবশ্যই সিরিজ জয় নিশ্চিত হবে। তবে সিরিজে ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া। সিরিজে সমতা ফেরাতেই আজ মাঠে নামবে ভারত। এমনটা জানিয়েছেন দলপতি এমএস ধোনি।

এদিকে সিরিজ জিততে মরিয়া টাইগাররা গতকাল শনিবার সকাল থেকেই অনুশীলন করেছে। অনুশীলনে সবাইকে প্রচুর পরিশ্রম করতে দেখা গেছে। সকালে টাইগাররা অনুশীলন করলেও দুপুরের পরে অনুশীলন করবে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭৯ রানে জিতে ইতোমধ্যেই সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা। কাল জিতলেই প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ।