শফিকের শতকে গল টেস্টে নিরাপদ পাকিস্তান

মাথাভাঙ্গা মনিটর: আসাদ শফিকের শতকে ভর করে গল টেস্টে নিরাপদ অবস্থানে পৌঁছে গেছে পাকিস্তান। আগের দিন নিয়মিত বিরতিতে উইকেট হারানোর চাপ সামলে প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নেয় তারা। জবাবে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬৩ রান করে চতুর্থ দিন শেষ করেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে এখনও ৫৪ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা, তাদের হাতে আছে ৮ উইকেট। দিমুথ করুনারত্নে ৩৬ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৪১৭ রান করে সফরকারীরা। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩০০ রান করেছিলো।
                গলে গত শনিবার ৫ উইকেটে ১১৮ রান নিয়ে খেলতে নেমে সরফরাজ আহমেদের সাথে ১৩৯ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়েন শফিক। ধাম্মিকা প্রসাদের বলে বোল্ড হওয়ার আগে ৮৬ বলে ১৩টি চারের সাহায্যে ৯৬ রানের মারমুখী ইনিংস খেলেন সরফরাজ। আর শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৩১ রান করেন শফিক। ২৫৩ বলের ইনিংসে ৫টি চার মারেন তিনি। ক্যারিয়ারে তার এটি সপ্তম টেস্ট শতক। ১২২ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফলতম বোলার দিলরুয়ান পেরেরা।