ইফতার মাহফিল

 

স্টাফ রিপোর্টার: পবিত্র রমজানে ব্যক্তিগত ও সাংগঠনিকসহ প্রাতিষ্ঠানিকভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারি কেনার দোকানগুলোতেও উপচেপড়া ভিড় জমে। চুয়াডাঙ্গার ভোজন বিলাসের সামনে যেমন ছিলো ভিড়, তেমন অন্য দোকানেও কমবেশি ভিড় লক্ষ্য করা যায়। তবে অনেক দোকানিও দীর্ঘশ্বাস ছেড়ে বলেছে এবার রোজার প্রথমদিনে গতবারের তুলনায় ক্রেতা কম দেখে দুশ্চিন্তা বেড়েছে।

অপরদিকে জামায়াতে ইসলামী এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, রমযানুল মোবারককে স্বাগত জানিয়ে গতকাল শুক্রবার বাদ আসর রাইপুর ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাইপুর ইউনিয়নের মোহাম্মদ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. রুহুল আমিন। তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, কোরআন নাজিলের মাসে কোরআন প্রেমিক নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। ইসলাম প্রিয় ছাত্রজনতার ওপর জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। অন্যথায় রমজানের পবিত্রতা রক্ষায় জনগণই কার্যকর ব্যবস্থা করতে বাধ্য হবে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাড. আসাদুজ্জামান, জীবননগর থানা সেক্রেটারি মাওলানা ইসরাইর হোসেন প্রমুখ।

Leave a comment