ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নে খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিডিডি, ইউরোপিয়ান ইউনিয়ন ও লাইট ফর দি ওয়ার্ল্ড নেদারল্যান্ডসের সহযোগিতায় স্ক্যান্ড প্রকল্পের আওতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে কর্মশালায় প্রত্যাশার সভাপতি প্রফেসর আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেব, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিও থেরাপিস্ট ডা. সেলিম রেজা, খাদিমপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল বিশ্বাস ব্যানা, প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সালাউদ্দিন, স্ব-সহায়ক দলের সভাপতি ইমরান আলী। এদিকে কর্মশালার পূর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা খাদিমপুর ও চিৎলা ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার, ট্রাই সাইকেল, স্ট্যান্ড ইন টেবিল, স্টান্ডিং ফ্রেম, বিশেষ চেয়ার ও কর্নার চেয়ার প্রদানসহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্পের সিএইচডিআরপি আরিফুর রহমান ও স্যোসাল কমিউনিকেটর হামিদুল ইসলাম।