মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় যুবলীগের কমিটিকে কেন্দ্রীয় চাপিয়ে দেয়া বলে দাবি তুলে আলমডাঙ্গা উপজেলা যুবলীগ প্রতিবাদসভার আয়োজন করে। ওই সভায় বক্তারা বলেন, চুয়াডাঙ্গার দুটি উপজেলায় যেভাবে কেন্দ্রীয় যুবলীগ কমিটি করেছে তা স্থানীয় নেতাকর্মীদের ওপর চাপিয়ে দেয়া এবং মনগড়া কমিটি। সেভাবে আলমডাঙ্গায় যুবলীগের কমিটি করলে তা মেনে নেয়া হবে না। কেন্দ্র কমিটিকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা আরো বলেন, জেলা-উপজেলায় সম্মেলন করে নেতা-নেতৃদের সমর্থন নিয়ে কমিটি না করলে এলাকায় কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আয়োজনে চুয়াডাঙ্গার দুটি উপজেলায় কেন্দ্রিয় যুবলীগের চাপিয়ে দেয়া কমিটির বিরুদ্ধে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিবাদসভার আয়োজন করে। ওই সভায় আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শাহীন রোজা, সাজ্জাদুল ইসলাম স্বপন, পৌর যুবলীগের সভাপতি গাফফার, সম্পাদক সোনাহার, উপজেলা যুবলীগ নেতা ফারুক, ডিটু, মিজান, পিন্টু, মনা, টগর, টাইগার, রবিউল, বেল্টু, মনিরুল, নূর মোহাম্মদ, জাকির, রহমত, জিনারুল, তৌহিদ, পলাশ, জিকো, হাসেম, সোহেল, টিটু, ফিরোজ প্রমুখ। এছাড়া উপজেলার ১৫টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে উপস্থিত ছিলেন- জেহালা ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈন, রহিদুল, রাজু, জমির, আরিফুল, মোজ্জাম্মেল, টুটুল, মোকাম, আশরাফুল, টোকন, মকলেচ, সাবান, কামাল, কুদ্দুস, লাটিম, জিয়া, রেজাউল, বুলবুল, রাজু, হাসনাত, মিশোর, আজাদসহ আরো অনেকে।
প্রতিবাদসভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতারা বক্তব্য দিতে গিয়ে বলেন, থানা যুবলীগ ও ইউনিয়ন যুবলীগকে সাথে না নিয়ে সম্মেলন ও সমর্থন না নিয়ে কেন্দ্রীয় যুবলীগ চুয়াডাঙ্গার দুটি উপজেলায় কমিটি করেছে। এভাবে আলমডাঙ্গায় যুবলীগের কমিটি করারও ষড়যন্ত্র চলছে। একইভাবে কমিটি করলে তা মেনে নেয়া হবে না। উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দের সমর্থন নিয়ে উপজেলা কমিটি করার আহ্বান জানান তারা।