চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনাল আজ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনাল খেলা আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা হায়দার আলী প্যাভিলিয়ন (পুরাতন স্টেডিয়াম) মাঠে অনুষ্ঠিত হবে। বঙ্গমাতা-বঙ্গবন্ধু ফুটবলের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন-রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বঙ্গমাতা ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে আলুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চুয়াডাঙ্গা পৌর সভার প্রতিনিধিত্বকারী হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে শঙ্করচন্দ্র ইউনিয়নের প্রতিনিধিত্বকারী মাখালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চুয়াডাঙ্গা পৌর সভার প্রতিনিধিত্বকারী রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। গতকালের সেমিফাইনালে রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে আলিয়ারপুর আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও মাখালডাঙ্গা ৩-১ গোলে গোষ্টবিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।

Leave a comment