চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতা থেকে বাড়ি গোষ্টবিহারে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৩ ছাত্র গুরুতর জখম

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণীর ৩ ছাত্র সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ৫টার চুয়াডাঙ্গা সদর উপজেলার পাঁচমাইল নামক স্থানে আলমসাধু উল্টে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সদর উপজেলার গোষ্টবিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা গতকাল বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে চুয়াডাঙ্গা স্টেডিয়াম মাঠে আসে। খেলা শেষে তারা আলমসাধুযোগে গ্রামে ফিরছিলো। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পাঁচমাইল নামক স্থানে পৌঁছুলে একটি ট্রাকের সাইড দিতে গিয়ে চলন্ত আলমসাধুটি উল্টে যায়। এতে আলমসাধুযাত্রী গোষ্টবিহার গ্রামের ৩ ছাত্র গুরুতর জখম হয়। আহতরা হলো সোনা মিয়ার ছেলে সোহেল রানা (১২), রেজাউল হকের ছেলে সোহান ও এনামুল হকের ছেলে ইয়াছিন আরাফাত বাপ্পী। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।