স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সাতগাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাতগাড়ি মোড়ের মান্নান ক্যাশিয়ারের বাড়িতে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই দমকল বাহিনীর পৌঁছায় ঘটনাস্থলে। তার আগেই আগুন নিয়ন্ত্রণ করেন এলাকাবাসী। তবে আগুন ধরার পরপরই মোবাইলফোনে খবর পেয়ে অনেকেই ধারণা করে, আবার মনে হয় এখানে হামলার ঘটনা ঘটেছে। কেউ কেউ বিভ্রান্ত হয়ে পড়ে। থানা পুলিশেও খবর পৌঁছে যায়। কোনো ঘটনা ঘটতে পারে আশঙ্কায় সাথে সাথে পুলিশ হাজির হয় সেখানে। পরে খবর নিয়ে জানা যায়, অন্য কোনো ঘটনা নয় বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগে মান্নান ক্যাশিয়ারের ঘরে। এতে তেমন ক্ষতি হয়নি। একটি টিভি পুড়ে যায়। তবে সাথে সাথে এলাকাবাসী ছুটে গিয়ে ব্যবস্থা না নিলে আগুন সারা ঘরে ছড়িয়ে যেতো বলে সাতগাড়ি মোড়ের অনেকেই মাথাভাঙ্গাকে জানান।