তিরানব্বইয়ে পা রাখলেন চুয়াডাঙ্গার সাহিত্যানুরাগী মকবুলার রহমান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার প্রবীণ ব্যক্তিত্ব সাহিত্যানুরাগী আলমডাঙ্গা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মকবুলার রহমানের ৯৩তম জন্মদিন ছিলো গতকাল পয়লা আষাঢ়। মুন্সিগঞ্জের পৈত্রিক বাড়িতে শুয়ে-বসে আর পত্রপত্রিকা পড়েই জন্মদিনটি পার করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্র। বাংলা ১৩৩০ সালের পয়লা আষাঢ় উপজেলার নাগদাহ গ্রামে জন্মগ্রহণ করেন মকবুলার রহমান। পরবর্তীতে মহকুমা প্রশাসনের বিশেষ অনুরোধে পঞ্চাশের দশকের গোড়ার দিকে মুন্সিগঞ্জ একাডেমীর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হিসেবে কাজ করেছেন এই ক্ষণজন্মা পুরুষ। দৈনিক মাথাভাঙ্গার পক্ষ থেকে গতকাল তার জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। তিনি তার জন্মদিনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আষাঢ়ের প্রথম দিনে আমার জন্ম। যা হোক প্রচণ্ড দাবদাহের পর আমার জন্মদিনের শুভক্ষণে বৃষ্টিস্নাত আষাঢ় ধুয়ে দিয়েছে ঝাঁজালো রোদ আর গরমের উত্তপ্ততাকে।