সাপের দংশনে ইবি ছাত্রের মৃত্যু

 

ইবি প্রতিনিধি: সাপের দংশনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরিফুল ইসলাম নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে দংশন করলে গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে। আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বড়াইচরা গ্রামে। তার পিতার নাম মৃত মহাব্বত আলী।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার রাত দেড়টার সময় ঘুমন্ত অবস্থায় আরিফুল ইসলামকে সাপে দংশন করে। স্থানীয় কবিরাজের কাছে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর বৃহস্পতিবার সকাল আটটা ২০ মিনিটে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সাড়ে ১০টার দিকে তার মৃত্যু ঘটে।

কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুল ইসলাম বলেন, সাপে দংশনের আট ঘন্টা পর তাকে হাসপাতালে নেয়া হয়েছে। এ সময়টা তার পরিবার কবিরাজ দ্বারা চিকিৎসা করিয়েছে। এতেই অনেক বিলম্ব হয়েছে। তিনি বলেন, তারপরও আমরা আমাদের মতো চেষ্টা করেছি। তাকে হাসপাতালে ভর্তির পর জরুরি ভিত্তিতে সাপের ভেনোম সংগ্রহ করে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তারপরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

Leave a comment