দত্তনগরে ওয়ার্কার্সপার্টির স্মরণসভায় বাধা : ক্ষুব্ধ নেতৃবৃন্দের প্রতিবাদসভা

 

জীবননগর ব্যুরো: শ্রমিক নেতা শহীদ কমরেড আব্দুর রাজ্জাকের স্মরণসভা ফার্ম কর্তৃপক্ষ ও পুলিশি বাধার মুখে পণ্ড হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ স্মরণসভা দত্তনগর এসএম ফার্ম মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। স্মরণসভা পণ্ড হওয়ায় ক্ষুব্ধ ওয়ার্কার্সপার্টি নেতৃবৃন্দ পরে দত্তনগর বাজারে এসে সভা করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দত্তনগর ফার্মের যুগ্ম পরিচালক মজিবর রহমানের অপসারণ দাবি করেছেন।

এক প্রেসবিজ্ঞপ্তি জানানো হয়েছে, শ্রমিক নেতা জীবননগর উপজেলার কয়া গ্রামের শহীদ কমরেড আব্দুর রাজ্জাকের স্মরণে দত্তনগর স্কুল মাঠে স্মরণসভার আয়োজন করা হয়। এ স্মরণসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্সপার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, বাংলাদেশ কৃষি ফার্ম ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ওয়ার্কার্স পার্টির চুয়াডাঙ্গা জেলা সভাপতি সিরাজুল ইসলাম শেখ, ঝিনাইদহ জেলা সভাপতি মনজুরুল ইসলাম, কমিউনিস্ট পার্টির চুয়াডাঙ্গা জেলা সভাপতি কমরেড অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও ন্যাপের জেলা সাধারণ সম্পাদক কাজি বদরুদ্দোজা, ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড সৈয়দ মজনুর রহমান, কমরেড দাউদ হোসেন ও যুবনেতা মামুন-অর-রশিদ প্রমুখ। সভা শুরুর সময় দত্তনগর ফার্মের যুগ্ম পরিচালক মজিবর রহমান দত্তনগর ফাঁড়ি হতে পুলিশ নিয়ে সভা পণ্ড করে দেন। এ ঘটনার প্রতিবাদে ওয়ার্কার্স পার্টি নেতৃবৃন্দ পরে দত্তনগর বাজারে এসে প্রতিবাদ সমাবেশ করে। তারা শহীদ কমরেড আব্দুর রাজ্জাকের কর্মময় জীবন নিয়ে আলোচনা করার পাশাপাশি সভা করতে না দেয়ায় অবিলম্বে ফার্মের জেডি মজিবর রহমানের অপসারণ করার দাবি জানানো হয়।