স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কুড়ুলগাছির ফুটবল মাঠে বসছে তাসখেলার আড়ালে জুয়ার আসর। এলাকাবাসী অভিযোগ করে বলেছে, প্রতিদিন বিকেলে প্রকাশ্যে ফুটবল মাঠে উঠতি বয়সের ছেলেরা তাসখেলার নামে জুয়া খেলার সাথে জড়িয়ে পড়েছে। কতিপয় অসাধু ব্যক্তি এ সব যুবকের জুয়া খেলার প্রতি উৎসাহী করে তুলছে। ফলে যুবসমাজ ধাপিত হচ্ছে ধ্বংসের পথে পারিবারিকভাবে সৃষ্টি হচ্ছে অশান্তি, বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড। যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে পুলিশ প্রশাসনের পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছে সচেতনমহল।