দামুড়হুদায় ডিবি পুলিশ পরিচয়ে হুন্ডির ৪০ লাখ টাকা ছিনতাই

 দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি যাত্রীবাহী বাস থামিয়ে সাইফুল ও সনাতন নামের দু ব্যক্তির কাছ থেকে হুন্ডির ৪০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত ছিনতাইকারীরা। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার দর্শনা রেলগেট নামকস্থানে এ ঘটনা ঘটে। সনাতন হালদার সদর উপজেলার আকন্দবাড়িয়ার ঝন্টু হালদারের ছেলে এবং সাইফুল দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতিরপাড়ার আব্দুর রশিদের ছেলে। তবে এই ছিনতাইয়ের ঘটনাটি সন্দেহের চোখে দেখছে পুলিশ। পুলিশের ধারণা এটা সাজানো নাটক।

টাকা বহনকারী সনাতন ও সাইফুল জানান, দর্শনার নিকটবর্তী আকন্দবাড়িয়ার আলী আহাম্মদের ছেলে এনামুল হকের ভারতীয় গরু ব্যবসার ৪০ লাখ টাকা চুয়াডাঙ্গা ইউসিবিএল ব্যাংকে জমা দিতে দর্শনা থেকে বাসে উঠি। বাসটি দর্শনা রেলগেট নামকস্থানে পৌঁছুলে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৩/৪ জন ব্যক্তি ওই যাত্রীবাহী বাসটি থামায়। বাস তল্লাশির এক পর্যায়ে আমাদের দুজনকে বাস থেকে নামিয়ে মারপিট করে এবং আমাদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান। তিনি বলেন, এটা প্রকৃত ছিনতাই কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সব কিছু শুনে মনে হচ্ছে এটা একটা সাজানো নাটক। টাকার মালিককে ফাঁকি দিতেই এটা সাজানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পরই ছিনতাই না কি সাজানো নাটক তা পরিষ্কার হয়ে যাবে।

Leave a comment