খুলে ফেলা হবে ভালোবাসার তালা

 মাথাভাঙ্গা মনিটর: ফ্রান্সের প্যারিসের বিখ্যাত পঁ দে আটর্স সেতু থেকে প্রেমিক-প্রেমিকাদের ভালোবাসার প্রতীক হিসেবে লাগানো তালাগুলো খুলে ফেলা হবে। শ্যেন নদীর ওপরের এ সেতুটির রেলিং এ তালা মেরে চাবিটি নিচে ছুড়ে ফেলা প্রেমিক-প্রেমিকাদের জন্য রেওয়াজে পরিণত হয়েছিলো। তাদের ধারণা এতে ভালবাসা অটুট থাকে। ২০০৮ সালে শেষ দিকে এ রীতির শুরু। কিন্তু গত বছর তালার অতিরিক্ত ওজনে সেতুটির একটি অংশ দেবে যায়। প্যারিসের কর্মকর্তারা জানান, নিরাপত্তার স্বার্থে আজ সোমবার থেকে সেতুতে লাগানো তালাগুলো খুলে ফেলা হবে। সেতুটিতে প্রায় দশ লাখের মতো তালা লাগানো রয়েছে, এগুলোর ওজন প্রায় ৪৫ টন। এ সেতু ছাড়াও প্যারিসের নটর ডেম ক্যাথিড্রালের নিকটবর্তী ‘পঁ দে আরশেভেচ’ সেতুতে লাগানো তালাও খুলে ফেলা হবে।