বুজরুকগড়গড়ির আনারুল পাকড়াও : ফেনসিডিল উদ্ধার
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বুজরুকগড়গড়ি বনানীপাড়ার আনারুল ইসলামকে আটক করে মামলাসহ থানায় দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সন্ধ্যার পর তাকে বুজরুকগড়গড়ি বকুল মিয়ার ইটভাটার নিকট থেকে তাকে ১১ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বদানকারী এসআই আমির আব্বাস।
পুলিশ বলেছে, বুজরুকগড়গড়ি বনানীপাড়ার বাদল মণ্ডলের ছেলে আনারুল ইসলাম ফেনসিডিল পাচার করছে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান শুরু করে। একটি ব্যাগে করে আনারুল ফেনসিডিল নিয়ে যাচ্ছে দেখে তাকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতরাতেই তাকে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।