আরসি কোলা কারখানার উৎপাদন বন্ধ: তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোটার: গাজীপুরের বাহাদুরপুর এলাকায় অবস্থিত পারটেক্স গ্রুপের কোমল পানীয় আরসি কোলার বর্জ্যে এলাকার পরিবেশ দূষণের দায়ে কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। পরিবেশ দূষণের অভিযোগে গতকাল বুধবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেন। একই সাথে পরিবেশ দূষণের বিষয়টি তদন্ত করার জন্য গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত গঠন করা হয়েছে। কোমল পানীয় আরসি কোলার কারখানার বর্জ্যে বাহাদুরপুরসহ আশপাশের প্রায় ৫ কিলোমিটার এলাকার কৃষি জমিসহ জীব বৈচিত্রের পরিবেশ মারাত্বক দূষণ ও মানবিক বিপর্যয় সৃষ্টি হচ্ছে। স্থানীয় অধিবাসীদের কাছ থেকে এমন অভিযোগ পাবার পর গতকাল বুধবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যান। এসময় মারাত্বক পরিবেশ দূষণের সত্যতা পাওয়ায় জেলা প্রশাসক পুনরাদেশ না দেয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।