টাইগারদের স্পন্সর হলো টপ অব মাইন্ড

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হলো মিডিয়া এজেন্সি টপ অব মাইন্ড। বিসিবির সাথে ১ জুন ২০১৫ থেকে ৩০ জুন ২০১৭ পর্যন্ত টপ অফ মাইন্ডের এ চুক্তি কার্যকর থাকবে। দু বছরের স্পন্সরশিপের আবেদন করার জন্য বিসিবি প্রাথমিক মূল্য নির্ধারণ করে দিয়েছিলো ৩০ কোটি টাকা। স্পন্সরের জন্য ছয়টি প্রতিষ্ঠান প্রস্তাবও করেছিল। ভিত্তিমূল্য থেকে প্রায় ১১ কোটি টাকা বেশি হাঁকিয়ে টাইগারদের স্পন্সর পায় টপ অব মাইন্ড।

গতকাল বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানান, চূড়ান্ত দরপত্রে গ্রামীণফোনকে হারিয়ে ৪১ কোটি ৪১ লাখ টাকায় দু বছরের জন্য জাতীয় দলের স্পন্সর পায় টপ অব মাইন্ড। এদিকে, টপ অব মাইন্ড পাকিস্তান সিরিজের জন্যও স্পন্সরশিপ কিনেছিলো। পরে তারা তা বিক্রি করে প্রাণ গ্রুপের কাছে।

Leave a comment