অবশেষে বার্সেলোনা ছাড়ছেন জাভি

 

মাথাভাঙ্গা মনিটর: ছোটবেলার ক্লাব বার্সেলোনা ছেড়ে অবশেষে কাতারি ক্লাব আল সাদে পাড়ি জমাচ্ছেন তারকা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। এমন তথ্যই দিয়েছেন জাভির বাবার জোয়াকুইন হার্নান্দেজ। স্থানীয় রেডিও কোপ এ বিষয়টি নিশ্চিত করে ৩৫ বছর বয়সী এ ফুটবলারের বাবা বলেছেন, ‘অবশেষে সেই মুহূর্ত এলো যখন জাভি বার্সেলোনাকে বিদায় জানাচ্ছে। জোয়াকুইন আরো জানিয়েছেন আল সাদে জাভি একইসাথে খেলোয়াড় ও কোচ হিসেবে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। আর একইসাথে দু ভূমিকায় কাজ করতে পারাটা জাভির ভবিষ্যতের জন্য দারুণ একটি সুযোগ।

আগামী তিন বছরের জন্য তিনি আল সাদের সাথে চুক্তিবদ্ধ হবেন। বার্সেলোনার সর্বকালের সেরা বর্ণাঢ্য একজন খেলোয়াড় হিসেবে সবসময়ই জাভিকে বিবেচনা করা হয়। এছাড়া জাতীয় দলের জার্সি গায়ে স্পেনের হয়ে ইউরো ও বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। গত মার্চেই আল সাদের ম্যানেজারের সাথে জাভির সাক্ষাতের বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রচারিত হয়েছিলো। কিন্তু সেই সময় কাতারি ক্লাবটি থেকে বলা হয়েছিল কোনো বিষয়ই এখনো চূড়ান্ত নয়। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে আজ বৃহস্পতিবার জাভি ব্যক্তিগতভাবে এ সম্পর্কে সংবাদ সম্মেলনে ঘোষণা দিবেন। যদিও স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনার সাথে তার চুক্তি আগামী বছর পর্যন্ত আছে। কিন্তু ইতোমধ্যেই ক্লাবের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে যদি সে চলে যেতে চায় তবে তারা কোনো প্রকার বাধা দিবে না।