চুয়াডাঙ্গা তিতুদহের চাঁদপুরের জীবন মালয়েশিয়ায় নির্যাতনে শিকার : বাড়ি ফিরে হাসপাতালে চিকিৎসাধীন

স্টাফ রিপোর্টার: মোটা অঙ্কের বেতনে ভালো চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দালালের খপ্পরে পড়ে নির্যাতনের শিকার হয়ে বাড়ি ফিরে চিকিৎসাধীন চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহের চাঁদপুর গ্রামের কলেজপড়ুয়া জীবন। নির্যাতন সইতে না পেরে দু মাস পরে বাড়ি ফিরে চিকিৎসা নিচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে।

অভিযোগসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুর রশিদ আজম অভিযোগ করে জানায়, আড়াই মাস আগে একই গ্রামের মানবপাচারকারী দালালচক্রের সক্রিয় সদস্য আত্তাব মণ্ডলের ছেলে লোকমান হোসেন আমার কলেজপড়ুয়া ছেলে জীবনকে (২০) অফিসে ভালো চাকরি দেয়ার নাম করে মালয়েশিয়ায় নিয়ে যায়। সে সময় ৪ লাখ টাকা হাতিয়ে নেয় লোকমান হোসেন। মালয়েশিয়ায় নিয়ে জীবনকে একটি নির্জন এলাকায় ছেড়ে দেয়। সেখানে কয়েকজন নিগ্রো লোক বসবাস করে। যাদের ভাষা বোঝার কোন উপায় নেই। খেয়ে না খেয়ে সেখানেই কয়েক দিন কাটে তার। কারণ সেকোনো রাস্তাঘাট চেনে না। দিনের পর দিন নির্যাতন চলতে থাকে জীবনের ওপর। একদিন প্রসাব ফেরার নাম করে সেখান থেকে পালিয়ে যায় সে। বাড়িতে মোবাইল করে জানায়, তার আর বাঁচার উপায় নেই। পরে অনেক কষ্টে করে পুনরায় টাকা পয়সা খরচ করে ছেলেকে দেশে ফেরত আনি। ততোক্ষণে জীবনের জীবন যায় যায় অবস্থা। এখন সে চিকিৎসাধীন রয়েছে চুয়াডাঙ্গা শহরে। সপ্তাখানেক আগে এ নিয়ে গ্রামে কয়েক দফা সালিস বৈঠক করার পর মানবপাচারকারী লোকমান দোষ শিকার করে আড়াই লাখ টাকা ফেরত দিতে রাজি হয়। সালিসের পর থেকে লোকমান গাঢাকা দিয়ে তালবাহানা শুরু করেছে।

এদিকে সরকার মানবপাচাররোধে কঠোর অবস্থান নিয়েছে। অপরদিকে পানিপথে মানবপাচারের রোমহর্ষক খবর টেলিভিশন ও পত্রিকার শিরোনাম হলেও এখনও থেমে নেই মানবপাচার। পাচারকারীদের খপ্পরে পড়ে অহসায় মানুষ ভাগ্যের উন্নয়নে সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন। এর ফলে অনেকে হয়ে যাচ্ছেন নিঃস্ব, অনেককে দিতে হচ্ছে তাদের মূল্যেবান প্রাণ। এতো কিছুর পরও থেমে নেই দালালচক্র। প্রতারণার ফাঁদে ফেলে তাদের কর্মকাণ্ড ঠিকই চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, লোকমান মোটা অঙ্কের টাকার বিনিময়ে এলাকা থেকে বেশ কিছু লোক দেশের বাইরে নিয়ে গেছে। জানি না তাদের ভাগ্যে কী ঘটেছে। মানবপাচারকারীচক্রের সক্রিয় সদস্য লোকমানের গ্রেফতারের জোরদাবি তুলেছে জীবনের পরিবারসহ ভুক্তোভোগীমহল।

এ বিষয়ে মানবপাচারকারীচক্রের সদস্য অভিযুক্ত লোকমান হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার হাত দিয়ে যারা মালয়েশিয়াতে গিয়েছে তারা সবাই ভালো আছে।

Leave a comment