টপ্পিনী:

খবর: (ফাঁস হওয়া প্রশ্নপত্রেই এইচএসসি পরীক্ষা)
দফায় দফায় নানাভাবে
প্রশ্ন হলো ফাঁস,
কারোর মখে মুচকি হাসি
কারোর গেলো বাঁশ।

শিক্ষা বাবু বলেই খালাস
জড়িতদের হয় না তালাশ,
একই দশা বারে বারে
দেখছি বারো মাস।

শিক্ষা ভালোই চলছে দেশে
বেঞ্চি ধরে পাস-
হাতে তুলে এই জাতিকে
করছি সর্বনাশ।
আহাদ আলী মোল্লা

Leave a comment