ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আলমডাঙ্গা ডাউকির শিশু সাজিদের মৃত্যু

 

আলমডাঙ্গা ব্যুরো: ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আলমডাঙ্গার ডাউকি গ্রামে সাড়ে ৪ বছরের শিশু সাজিদের করুণ মৃত্যু হয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গার ডাউকি গ্রামের দরিদ্র করিমনচালক শাহেন আলীর মাত্র সাড়ে ৪ বছরের ছেলে সাজিদ ডায়রিয়ায় আক্রান্ত হয়। গত শনিবার রাতে তার অবস্থা খারাপ হলে পরদিন সকালে হারদী হাসপাতালে পাঠানো হয়। সেখানে সাজিদের অবস্থার আরও অবনতি হলে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। কুষ্টিয়ার নেয়ার পথে কালিদাসপুর এলাকায় পৌঁছুলে তার মৃত্যু ঘটে। ডায়রিয়ায় শিশুপুত্র সাজিদের মৃত্যুর ঘটনায় গ্রামে বিষাদের ঘনছায়া নেমে আসে।

Leave a comment