কুষ্টিয়ার হালসায় ৪ দিনব্যাপি বার্ষিক ওরশ মাহফিল

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ডিগ্রি কলেজের প্রয়াত অধ্যক্ষ আব্দুর রহমানের বাড়িতে ৪ দিনব্যাপি বার্ষিক পবিত্র ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ছিলো ওরশের শেষ দিন। কুষ্টিয়া জেলার মিরপুরের হালসা গ্রামে শাহ সুফি হযরত ইমাম বখস (রহ) এর মাজার প্রাঙ্গণে এ ওরশ অনুষ্ঠিত হয়েছে। ওরশ মাহফিলে কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ বিভিন্ন জেলা থেকে শ শ ইমাম বখস (রহ)‘র ভক্তবৃন্দ জমায়েত হয়। এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় জাঁকজমকপূর্ণ মেলা অনুষ্ঠিত হচ্ছে। সাধকদের কণ্ঠে গীত হচ্ছে ধর্মীয় গান। বাদ আছর জিকির, ধর্মীয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দরিদ্র ও ভক্তবৃন্দের মাঝে সিরনি, তবারক বিতরণ করা হয় সারাদিনব্যাপি। এছাড়াও আলমডাঙ্গা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম খোন্দকার আব্দুর রহমান ওরফে আবেদ শাহ এবং আবেদ শাহ’র পিতা মরহুম লালমি খোন্দকার এর জীবন ও আধ্যাত্মবাদ চর্চা নিয়ে আলোচনা করা হয়। পীর খন্দকার আব্দুল হামিদ বাবুর সভাপতিতে বক্তব্য রাখতে গিয়ে কুষ্টিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক আবেদ শাহ’র ছোট ছেলে খন্দকার জিয়াউল হক হীরা বলেন, প্রায় দুশ বছর যাবত তাদের এই মাজারে পূর্ব পুরুষগণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ওরস পালিত হয়ে আসছে। তবে বর্তমান সময়ে লোক সমাগম একটু বেশী। যুগের পর যুগ যে সব মহাপুরুষ ধর্ম প্রচার করতেন ইমাম বখস (রহ) তাদের অন্যতম। পাবনা জেলার আটঘরিয়া দুখু ফকিরের সন্তান জালাল (৬০) বলেন, তিনি প্রায় ৪৫ বছর যাবত হালসার ওরসে আসেন। উপস্থিত ছিলেন, আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বারী টুটুল। অনুষ্ঠান পরিচালনা করেন, খোন্দকার রিয়াজুল হক স্বপন, খোন্দকার মজিবুল হক কালু প্রমুখ।