মাথাভাঙ্গা মনিটর: গাড়িচাপা দিয়ে মানুষ হত্যামামলায় পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন ‘ব্যাড বয়’ তকমা পাওয়া বলিউডের অভিনেতা সালমান খান। অবশ্য জামিনে মুক্ত আছেন তিনি। এদিকে সম্প্রতি বলিউডের অভিনেত্রী ও সাবেক পর্নো তারকা সানি লিওনের বিরুদ্ধে নিজের ওয়েবসাইটের মাধ্যমে অশ্লীলতার প্রসার ঘটিয়ে ভারতীয় সংস্কৃতি ও সমাজ ধ্বংসের অভিযোগে এফআইআর দায়ের করেছেন অঞ্জলি পালান নামের এক নারী। সানির ওয়েবসাইটে আপত্তিকর কনটেন্ট পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড।