মেহেরপুর অফিস: বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে মেহেরপুর প্রস্তুতিসভা শেষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, যুগ্মসম্পাদক আব্দুল ওয়াদুদ, সদস্য বারিকুল ইসলাম লিজন, মুহিতুল ইসলাম মহিত, অরণী’র সভাপতি নিশান সাবের, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন, নাট্য ব্যক্তিত্ব মশিউজ্জামান বাবু, জেলা শিল্পকলার প্রশিক্ষক শামীম জাহাঙ্গীর সেন্টু, সঙ্গীত শিল্পী মীর সউদ আলী চন্দন প্রমুখ।
পরে মোমিনুল ইসলামকে আহ্বায়ক, নিশান সাবেরকে যুগ্মআহ্বায়ক ও শামীম জাহাঙ্গীর সেন্টুকে সদস্য সচিব করে মোট ৯ সদস্য বিশিষ্ট নজরুল জন্ম জয়ন্তী পালন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- প্রভাষক নূরুল আহমেদ, আব্দুল ওয়াদুদ, বারিকুল ইসলাম লিজন, আল মামুন রাসেল, মুহিতুল ইসলাম মহিত ও মানিক হোসেন।