আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী আন্দুলবাড়িয়া বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত অগ্রণী ব্যাংকের নিচে আধুনিক জুয়েলার্স থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় ১টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। জুয়েলার্স ব্যবসায়ী বিন্দা কুমার ভৌমিক জানান, তিনি গতকাল সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান খুলে সংবাদপত্র পড়তে আসেন এবং ব্যবসা প্রতিষ্ঠান ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করার সময় জুয়েলারি শোকেসের নিচে কালো টেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান। তিনি এ সময় আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় জনতা, শাহাপুর ক্যাম্প পুলিশ ও আন্দুলবাড়িয়া বাজার কমিটির নেতৃবৃন্দের সহযোগিতায় বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়। বালতি ভর্তি পানির ভেতর বোমা সাদৃশ্য বস্তুটি রেখে রহস্য উদঘাটন করতে উপস্থিত জনতার সামনে শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ওয়ালিয়ার রহমান খুলে দেখতে পান কালো টেপ দিয়ে মোড়ানো বডি স্প্রের একটি কৌটা ভর্তি বালি, ইট ও কাঁচের কয়েকটি টুকরো। এ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে উৎসুক জনতাসহ ব্যবসীয়ারা তার ব্যবসা প্রতিষ্ঠানে ভিড় জমায়। এ ঘটনায় আন্দুলবাড়িয়ায় বোমা আতঙ্ক বিরাজ করছে।