দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার মাথাভাঙ্গা নদী থেকে অবৈধ কোমর-বাঁধ ও জোংড়া অপসারণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের নেতৃত্বে উপজেলার জুড়ানপুরস্থ পীরপুরের ঘাটের নিচ থেকে চিৎলা পর্যন্ত মাথাভাঙ্গা নদীতে থাকা অসংখ্য কোমর ও বাঁধ অপসারণ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, মাঠসহকারী আব্দুর রাজ্জাক, জুড়ানপুর ইউপি সদস্য খোকন, লিটন ও আনারুল এ সময় উপস্থিত ছিলেন। এদিকে গতকাল বুধবার সকাল ৮টার দিকে দামুড়হুদার সুবলপুর ব্রিজের নিচে অবৈধ কোমর ও জোংড়া অপসারণ করার সকল প্রস্তুতি নেয়া হলেও মাথাভাঙ্গা নদীর পানি দূষিত হয়ে যাওয়ায় তা আপাতত সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, নদীতে অবৈধ কোমর, বাঁধ ও জোংড়ার কারণে নদীর স্রোত কমে যাওয়ায় পানিতে একধরনের শেওলার জন্ম হয়। মূলত ওই শেওলার কারণেই পানিতে নামলে মানুষের গা চুলকাচ্ছে। এছাড়া নদী পাড়ের জমিতে কীটনাশক প্রয়োগসহ নদীতে বিভিন্ন ধরনের ময়লা আর্বজনার কারণেও পানি কিছুটা দূষিত হচ্ছে। যে সমস্ত এলাকায় নদীর পানি দূষিত হয়েছে সেই সমস্ত এলাকায় বসবাসরত লোকজনকে আপাতত নদীর পানিতে গোসল বা ওই পানি রান্নার কাজে ব্যবহার না করার পরামর্শ দেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু হাসানুজ্জামান নূপুর।