জীবননগর কন্দর্পপুরে বৃদ্ধের ভীমরতি : টাকা দিয়ে পুলিশ ম্যানেজ

জীবননগর ব্যুরো: জীবনগর উপজেলার কন্দর্পপুরের মুদিদোকানি মধ্যবয়স্ক আফছার (৫৫) ভীমরতিতে ধরেছে। গত সোমবার রাতে তিনি কৌশলে দোকানের ভেতর এক স্কুলছাত্রকে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে রাতেই হাসাদাহ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গেলে লম্পট আফছার টাকা দিয়ে পুলিশকে ম্যানেজ করেছে বলে অভিযোগ।

ঘটনার বিবরণে জানা যায়, কন্দর্পপুর গ্রামের ছেলে আফছার গ্রামের বাড়িতেই একটি মুদিদোকান পরিচালনা করেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে প্রতিবেশী কিশোর হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রকে কৌশলে বন্ধ দোকানের ভেতরে ডেকে নেন। এরপর সে জোরপূর্বক কিশোরকে বলাৎকার করেন বলে অভিযোগ ওঠে।

Leave a comment