মাথাভাঙ্গা মনিটর: কে সেরা? লিওনেল মেসি, না ক্রিশ্চিয়ানো রোনালদো? এমন প্রশ্নে কোনো বিতর্কের আশ্রয় নিলেন না আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। বরং সময়ের সেরা এ দুই আক্রমণভাগের ফুটবলারকেই সমপর্যায়ের করে দেখছেন তিনি। বরাবরের মতো এবারের মরসুমেও দারুণ খেলছেন মেসি-রোনালদো। গোল করার দিক থেকে দু জনের অবস্থানই পাশাপাশি। বার্সেলোনার তারকা মেসি চলতি মরসুমে এরই মধ্যে সব ধরনের প্রতিযোগিতায় ৫৩টি গোল করেছেন। একটি গোল বেশি নিয়ে তার আগে অবস্থান করছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। দু তারকার মাঝে কে সেরা- এমন প্রশ্নে কিংবদন্তীদেরও দ্বিধা-বিভক্ত হতে দেখা যায়। কিন্তু মেসি ও রোনালদোর মধ্যে কোনো পার্থক্য দেখছেন না ম্যারাডোনা। বিশ্বকাপজয়ী এ আর্জেন্টাইনের দৃষ্টিতে তারা একই মানদণ্ডের খেলোয়াড়। তিনি বলেন, মেসি রোনালদোর চেয়ে ভালো অথবা রোনালদো মেসির চেয়ে ভালো- এটা কোনো ব্যাপার হতে পারে না। আমি মনে করি তারা সমপর্যায়ের খেলোয়াড়। ম্যারাডোনা আরো বলেন, ক্রিশ্চিয়ানো আক্রমণভাগে শিকারির ভূমিকায় অবতীর্ণ হয়। প্রতিপক্ষের অর্ধেও যেকোনো জায়গা থেকে শট করার ক্ষমতা আছে তার। গোলরক্ষকরাও তাকে ভয় পায়। সত্যিই, গোলরক্ষকরা ক্রিশ্চিয়ানোকে ভয় পায়। কিন্তু এসব ক্ষেত্রে মেসিকে তারা ভয় পায় না। কারণ তার ক্রিশ্চিয়ানোর মতো শটে জোর নেই। ক্রিশ্চিয়ানো পেশাদারিত্বের দিক থেকেও অসাধারণ। আমি মনে করি বর্তমান সময়ে সে মেসি থেকে কিছুটা হলেও এগিয়ে।