আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া দেহাটি পোস্টঅফিসের নিকট থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ একটি পিকআপ উদ্ধার করেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে জীবননগর থানা পুলিশ পিকআপ গাড়িটি আন্দুলবাড়িয়া দেহাটি পুরাতন পোস্টঅফিসের পেছনে ও নতুন ভবনের সামনে থেকে উদ্ধার করে জীবননগর থানায় নেয়া হয়। পিকআপ মোটরগাড়িটি নিয়ে স্থানীয় জনমনে নানা কৌতুহল ও রহস্যের দানা বেঁধেছে। প্রত্যক্ষদর্শীগণ বলছেন, গত রোববার রাত ৮টার দিকে (মাগুরা-ড-১১০০১৬) ড্রাইভার ও হেলপার পরিচয় দিয়ে পিকআপ মোটর মোটরগাড়িটি রেখে চলে যায়। দুজন চলে যাওয়ার পর গতকাল পর্যন্ত তাদের কোনো হদিস মেলেনি। কি আছে খালি পিকআপে গাড়িটি ওখানে রাখার উদ্দেশে কি জনমনে এ প্রশ্ন দেখা দিলে পিকআপে কিছু শুকনো কলাপাতা ভেতর লকআপ থাকায় দিনভর সন্দেহ দানা বেধে ওঠে। খবর পেয়ে রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ হুমাযুন কবীরের নির্দ্দেশে সেকেন্ড অফিসার এসআই লুৎফর কবীর সঙ্গীয় ফোর্সসহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখিয়ে গাড়িটির লক ভেঙে থানায় নেন। পুলিশ পিকআপটি উদ্ধার করাকালে ড্রাইভার হেলপারের কোনো হদিস মেলেনি।