কোটচাঁদপুরে চাঁদা না পেয়ে একটি বাড়িতে চাঁদবাজচক্রের হানা : ভাঙচুর ও লুটপাট

 

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে দুর্বৃত্তরা চাঁদা না পেয়ে একটি পরিবারের ওপর চড়াও হয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার বিকেলে পৌর এলাকার ব্রিজঘাট মালোপাড়ায়।

জানা গেছে, কোটচাঁদপুর রেল স্টেশনপাড়ার মামুন ও তার সহযোগী আশানুর মালোপাড়ায় নেপাল মিত্রের কাছে চাঁদা দাবি করে আসছিলো। রোববার বিকেলে মামুন ও আশানুর নেপাল মিত্রের বাড়িতে প্রবেশ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। নেপাল মিত্র চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে তারা জোর করে ঘরে প্রবেশ করে আসবাবপত্র ও মালামাল ভাঙচুর শুরু করে। ওয়্যারড্রোব ভেঙে নগদ ৭ হাজার টাকাসহ প্রায় ছয় ভরি সোনার গয়নাগাটি হাতিয়ে নেয় বলে নেপাল মিত্র জানান। প্রতিবেশীরা ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে হাতেনাতে মামুনকে আটক করে ও তার সহযোগী আশানুর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আটককৃত মামুন স্টেশনপাড়ার আ. কুদ্দুসের ছেলে। রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পাল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন। এ ঘটনায় গৃহকর্তা নেপাল মিত্রের স্ত্রী শিল্পী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।