টাফ রিপোর্টার: ঢাকা টেস্টে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতলেও শাস্তির মুখে পড়েছে পাকিস্তানের খেলোয়াড়রা। স্লো ওভার রেটের কারণে জরিমানা হয়েছে পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হকসহ পাকিস্তান দলের ক্রিকেটারদের। স্বাগতিক বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে শনিবার ঢাকা টেস্টের চতুর্থ দিনেই ৩২৮ রানের জয় তুলে নেয় পাকিস্তান। আর এতে দু ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জেতে সফরকারীরা। আইসিসি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ম্যাচ রেফারি জেফ ক্রো মিসবাহ-উল হকের দলকে জরিমানা করেন। নির্ধারিত সময়ে দুটি ওভার শেষ করতে পারেনি পাকিস্তান। অধিনায়ক মিসবাহকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়। আর দলের বাকি খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হয়।