জীবননগরসহ বিভিন্ন স্থানে মা দিবস পালিত

জীবননগর ব্যুরো: গতকাল রোবাবর জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদরাসায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্যারেন্টস টিচারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকালে মাদরাসা মিলনায়তনে সুপারিনটেনডেন্ট মাও. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অপিসার আমজাদ হোসেন।

প্রধান অতিথি আমজাদ হোসেন তার বক্তব্যে বলেন, ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে মায়েদের ভূমিকা রয়েছে সবার আগে। আগামীর কর্ণধার হিসেবে সন্তানদের গড়ে তুলার পাশাপাশি মায়েদেরও সর্বাক্ষণিক তদারকির কোন বিকল্প নেই। বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অতিমাত্রায় ঝরে পড়া ও বাল্যবিবাহ রোধে মায়েদের কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্য রাখেন পিটিএ কমিটির সম্পাদকসহ সুপারিনটেনডেন্ট ফয়জুল আহমাদ, মাও. ছানোয়ার হোসেন, ইয়াছমিন নাহার ও মাও. মহিউদ্দীন প্রমুখ

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা তথ্য অফিস ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে মেহেরপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেএম শফিউল আযমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার এসএম রাহাত হাসনাত ও জেলা সমবায় অফিসার নজরুল ইসলাম। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, সমাজসেবা অফিসের প্রতিনিধি জহির রায়হান, নারী উন্নয়ন কর্মী রাজিয়া সুলতানা প্রমুখ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা প্রশাসনের ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৱ্যালি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডলের নেতৃত্বে বর্ণাঢ্য ৱ্যালি মুজিবনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভায় মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল। বিশেয় অতিথি ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন।

মুজিবনগর গুড নেইবারস্ বাংলাদেশের উদ্যোগে বিশ্ব মা দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করছে। গতকাল রোববার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের নেতৃত্বে অফিস চত্বর থেকে একটি ৱ্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। ৱ্যালি শেষে অফিস চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন প্রকল্প ম্যানেজার জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম। বক্তব্য রাখেন গুড নেইবারস্ সিডিপির সভাপতি রেহেনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিক্ষা কর্মকর্তা ঝর্ণা খাতুন।

মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল রোববার সকালে মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ফতেপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন ইউপি সদস্য আশাদুল ইসলাম, আ. সামাদ, আব্দুল ওয়াহেদ, আরিফ খান, মহিলা বিষয়ক অফিসের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মনোরঞ্জন প্রমুখ।