গাংনীতে ফেনসিডিল দু মাদকব্যবসায়ী গ্রেফতার

 

গাংনী প্রতিনিধি: ৫০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ দু মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেহেরপুর গাংনী উপজেলার পীরতলা পুলিশ ক্যাম্প। গতকাল শনিবার বিকেলে বামন্দী-কাজিপুর সড়কের হাড়াভাঙ্গা নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে- কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস এলাকার শফি উদ্দীনের ছেলে রাজিব হোসেন (২০) ও একই উপজেলার বড়িয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে নাজির হোসেন (৩৩)।

গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সুবীর রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম হাড়াভাঙ্গা সেন্টারপাড়া এলাকায় মোটরসাইকেল চেকিং করার সময় ফেনসিডিলসহ তাদের দুজনকে আটক করেন। এ সময় তাদের শরীরের বিভিন্ন অঙ্গ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে মামলা দিয়ে আজ রোববার আদালতে সোপর্দ করা হবে।