স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ছয় বছরে জেলা প্রাথমিক শিক্ষাখাতে নতুন শিক্ষক নিয়োগ, শিক্ষক জাতীয়করণ, নতুন বিদ্যালয় স্থাপন, নৈশপ্রহরী, দপ্তরি নিয়োগ, ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ, পুল শিক্ষক নিয়োগ এবং বিদ্যালয় নির্মাণ ও পুনর্নির্মাণে প্রায় ২১ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হিসাবমতে, বর্তমান সরকার ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় উন্নয়নের কাজ করেছে। জেলায় বর্তমানে প্রাথমিক বিদ্যালযের সংখ্যা ৪৩২টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২৫৬টি এবং নবজাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৭৬টি।
চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা খাতে ২০০৯-২০১২ অর্থবছরে ৪৫৫টি বিদ্যালয় নির্মাণ ও পুনর্নির্মাণ খাতে ৭ কোটি ৪০ লাখ ৬২ হাজার ৩৭৫ টাকা ব্যয় করা হয়েছে। একইখাতে ২০১২-২০১৩ অর্থবছরে ৮৫টি বিদ্যালয়ে ১৩ কোটি ৫৪ লাখ ৮৮ হাজার ৬৪৯ টাকা ব্যয় করেছে। ২০০৯-২০১৫ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগ করা হয়েছে ৯৫২ জন। ২০১৩-২০১৪ সাল পর্যন্ত শিক্ষক জাতীয়করণ করা হয়েছে ৭৪৬ জন। ২০১৩-২০১৫ সাল পর্যন্ত বিদ্যালয়ে দপ্তরি কাম-নৈশপ্রহরী নিয়োগ করা হয়েছে ২৫৬ জন। ২০১৪-২০১৫ সাল পর্যন্ত নতুন সরকারি বিদ্যালয় স্থাপন করা হয়েছে ৮টি। ২০১৩-২০১৫ সাল পর্যন্ত বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ করা হয়েছে ৫৪টি। ২০১৪-২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ে পুল শিক্ষক নিয়োগ করা হয়েছে ১২১ জন। চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক অফিসার রমেন্দ্র নাথ পোদ্দার প্রাথমিক শিক্ষাখাতে এসব উন্নয়নের সত্যতা নিশ্চিত করেছেন।