মেহেরপুর অফিস: মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদরাসার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাদরাসার অফিসকক্ষে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব মাদরাসার সুপার মো. সিদ্দিকুর। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আনসার উদ্দিন বেলালী, সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম রসুল, আরিফুল এনাম বকুল, আতাউর রহমান আতা, খায়রুল আনাম, হাসানুজ্জামান প্রমুখ।