মেহেরপুর অফিস: বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী আইনজীবী সমিতি প্যানেলের এফ গ্রুপের প্রার্থী অ্যাড. ইয়াহিয়ার সাথে মেহেরপুর জেলা আওয়ামী আইনজীবীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্যের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্যের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য অ্যাড. মো. ইয়াহিয়া। বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা জজ আদালতের জিপি অ্যাড. শাহজান আলী, অতিরিক্ত পিপি অ্যাড. কাজী শহিদুল হক প্রমুখ।