মেহেরপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ২০১৪-২০১৫ মরসুমে খরিফ-১ গ্রীষ্মকালীন সজিনা, কাঁচকলা, পাট ও গ্রীষ্মকালীন শিম উৎপাদন কলাকৌশল বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক এসএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ স্বপন কুমার খাঁ, সদর উপজেলা কৃষি অফিসার একেএম কামরুজ্জামান প্রমুখ।