চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের বনানীপাড়ায় অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শ্রকোল বোয়ালিয়ার আব্দুল আজিজ ওরফে ফকিরকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পেরে গতকাল রোববার দুপুর পৌনে ২টার জেলা গোয়ান্দা পুলিশের এসআই আমির আব্বাস, এসআই ইব্রাহিম আলী, এএসআই রফিকুল ইসলাম রফিকসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা বুজরুকগড়গড়ি বনানীপাড়াস্থ বেলগাছি সড়কের বাসার মাস্টারের আমবাগানের অদূরে থেকে বাইসাইকেল আরোহী আব্দুল আজিজকে আটক করে। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রীকোল-বোয়ালিয়া চৌধুরীপাড়ার আব্দুর রহমানের ছেলে। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হস্তান্তর করা হয়।