কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী দোকানঘর নামক স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪০ জন আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানা ওসি জানান, দুপুর ৩টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার যশোর- ঝিনাইদহ মহাসড়কে খড়িখালী নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের সাথে বিপরীতগামী জিএস পরিবহকে ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসযাত্রী ও চালকসহ ৪০ জন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।