মেহেরপুর অফিস: মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকানন থেকে আধুনিক পুলিশ আন্দোলন শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় মুজিবনগর স্মৃতিসৌধ থেকে ১৭ জন মুক্তিযোদ্ধার অংশগ্রহণ ও শপথ নিয়ে শুরু হয় ওই পুলিশ আন্দোলন।
আনসার কমান্ডার ও যুদ্ধকালীন ৮ নং সেক্টর কমান্ডার এসএম আল আমিনের (যুদ্ধাহত মুক্তিযোদ্ধা) সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা প্রজন্ম ফ্রিল্যান্স সাংবাদিক গবেষক আতাউর রহমান। উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, লুৎফর রহমান, আব্দুর রশিদ, সাবেক জেলা কমান্ডার সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ, বেলাল হোসেন. আব্দুর রউফ চাঁদু, আবুল কাশেম, ছমিরউদ্দিন, আব্দুস সাত্তার, রবিন মন্ডল, আমজাদ হোসেন, সামছুর রহমান, আকবর আলী, আবুল আহসান মঙ্গল প্রমুখ মুক্তিযোদ্ধা।
আতাউর রহমান বলেন, প্রায় দু হাজার জনগণের সার্বিক দায়িত্বে মাত্র একজন পুলিশ। অন্যদিকে ৮ ঘণ্টার বেতন দিয়ে ২৪ ঘণ্টা দায়িত্ব পালনসহ আরো অনেক কারণে পুলিশ আজ বিতর্কিত ও শ্রদ্ধাহীন এবং প্রথম থেকে শেষ ধাপ পর্যন্ত অনেক বৈষম্য রেখে স্বপ্নে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হলেও বাস্তবে তা সম্ভব নয়। এ আন্দোলন সফল করতে মুজিবনগর স্মৃতিসৌধ থেকে খুব শিগগিরই ৪২টি দাবি সংবলিত একটি আধুনিক পুলিশ ডেভেলপমেন্ট গাইডলাইন প্রধানমন্ত্রীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ সংস্থা সংগঠন ও প্রতিষ্ঠানে প্রেরণ করা এবং প্রতিটি জেলা সফর করা হবে।