ভবন বরাদ্দ নিয়ে জাবির ২৫ শিক্ষকের পদত্যাগ

স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসই) ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২৫ জন শিক্ষক পদত্যাগ করেছেন। সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবনের কিছু অংশ পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেয়ার প্রতিবাদে ওই ভবনে আগে থেকে অবস্থানকারী এসব শিক্ষক পদত্যাগ করেছেন বলে জানা গেছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বরাবর সিএসই বিভাগের শিক্ষকরা পদত্যাগ পত্র জমা দেন। রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএসই বিভাগের ১৫ জন শিক্ষকের পদত্যাগপত্র হাতে পেয়েছি। তবে অফিসের সময় শেষ হয়ে যাওয়ায় ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষকরা রোববার পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন বিভাগের সভাপতি। নবনির্মিত ভূতাত্ত্বিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং পরিবেশ বিজ্ঞান ভবনের তৃতীয় তলা পরিবেশ বিজ্ঞানকে বরাদ্দ দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষকরা স্ব স্ব বিভাগীয় সভায় গণপদত্যাগ করার সিদ্ধান্তে একমত হন। সামান্য ভবন বরাদ্দ নিয়ে দুটি বিভাগের ২৫ জন শিক্ষকের পদত্যাগের খবরে ক্যাম্পাসে হাস্যরসের সৃষ্টি হয়। একাধিক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় সবার, এখানে পাঠদানের জন্য একটি বিভাগকে ভবন বরাদ্দ দিলে যদি অন্য বিভাগের শিক্ষকরা পদত্যাগ করেন তাহলে বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে। তাড়াছা তাদের এ পদত্যাগ যে লোক দেখানো তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়।